নওগাঁর পত্নীতলায় মোস্তাফিজুর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় ছাত্র-জনতা। রবিবার, ২৪ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার মধইল বাজারে জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ আন্দোলনে যোগ দেন।
আন্দোলনকারীরা বলেন, মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুরকে পূর্বশত্রুতার জেরে এলাকার চিহ্নিত কয়েকজন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হত্যা করে। নিখোঁজের ৮ দিন পর ১৪ নভেম্বর গ্রামের পাশের একটি ধানক্ষেতে খণ্ড খণ্ড মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে, আসামিদের গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। মোস্তাফিজুর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এদিকে, সড়ক অবরোধের কারণে নওগাঁ-সাপাহার আঞ্চলিক সড়কে মধইল বাজারের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলন তুলে নেয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, যদি বিচার নিশ্চিত না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
-আবু জাফর, নওগাঁ
ON/MRF