কুড়িগ্রামে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের একটি টহল দল শনিবার রাতে ফুলবাড়ী শিমুলবাড়ী এলাকা থেকে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়ীর শিমুলবাড়ী এলাকার মো. মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা থানার রায়সিংহপুর এলাকার মো. শহিদুল ইসলাম ওরফে ফোরকাই (৩৫), এবং ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার মো. সজীব মিয়া (২৩)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ‘গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিচারিক কার্যক্রমের জন্য কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা পুলিশ তৎপর রয়েছে।’
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF