নরসিংদীর আমিরগঞ্জ রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ রয়েছে। লোকবল সংকট এবং সিগন্যাল চুরির অজুহাতে বন্ধ করে দেওয়া এই স্টেশন দ্রুত চালুর দাবিতে রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় প্ল্যাটফর্মে মানববন্ধন করেন স্থানীয় যাত্রী ও এলাকাবাসী।
এই মানববন্ধনের আয়োজন করে ‘আমিরগঞ্জ ইউনিয়ন সমাজকল্যাণ ও উন্নয়ন সংগঠন’ নামে একটি স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন। বক্তারা স্টেশনটি পুনরায় চালু না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধনে উপস্থিত আমিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, ‘ব্রিটিশ আমল থেকে আমিরগঞ্জের তাঁতশিল্প ও বাজার ব্যবসার ঐতিহ্য রেলস্টেশনকেন্দ্রিক। পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী এবং ব্যবসায়ী পণ্য পরিবহনের জন্য এই স্টেশনই একমাত্র মাধ্যম ছিল। স্টেশনটি বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। অবিলম্বে স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল দিয়ে এটি চালু করতে হবে।’
কামরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন, ‘স্টেশনটি বন্ধ থাকায় লুপ লাইন অচল হয়ে গেছে। ফলে বয়োবৃদ্ধ, নারী ও শিশুরা মালামালসহ ট্রেনে ওঠানামায় চরম ভোগান্তি পোহাচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।’
এম আর মামুন বলেন, ‘স্টেশনটি বন্ধ থাকায় সিগন্যাল বাতি নেই, লুপ লাইন অকেজো। এ কারণে দূরপাল্লার রেল আসা-যাওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত স্টেশন চালু চাই।’
ব্যবসায়ী নয়ন মিয়া জানান, ‘স্টেশন বন্ধ থাকায় মানুষের সমাগম কমে গেছে। এতে বাজারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ব্যবসায়ী পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। দ্রুত এটি চালু করা প্রয়োজন।’
আন্দোলনের আহ্বায়ক আদনান সাদী জানান, ‘গত এক মাসে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দেওয়া হয়েছে। তবু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। আগামী ১৫ দিনের মধ্যে স্টেশন চালু না হলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।’
-হারুনূর রশিদ, নরসিংদী
ON/MRF