কুশিয়ারা নদীর ভাঙ্গনে আতঙ্কে রাজনগরের তিনটি গ্রাম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের শাহাপুর, দাসপাড়া এবং মোল্লাবাড়ি গ্রামের মানুষ কুশিয়ারা নদীর ভাঙ্গনের কারণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত দুই বছরে এই এলাকার বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, গত পাঁচ বছরে একশ’রও বেশি ঘরবাড়ি নদীর মধ্যে হারিয়ে গেছে। এমনকি, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে পুরো গ্রাম নদীতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে পাঁচ থেকে সাত হাজার মানুষের বসতভিটা।
এক স্থানীয় ব্যক্তি জানান, ‘আমাদের গ্রামগুলোতে দিন দিন নদী ভাঙনের প্রকোপ বাড়ছে। যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের ঘরবাড়ি তো হারাবই, পুরো গ্রামই হয়তো হারিয়ে যাবে।’
কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে গ্রামগুলো রক্ষা করতে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
-কামরান আলম, রাজনগর
ON/MDK