শিক্ষা ও সমাজকল্যাণের লক্ষ্যে কচুয়ায় নতুন পাঠাগারের যাত্রা শুরু
শিক্ষার আলো বিস্তার, সমাজের অসঙ্গতি দূরীকরণ, এবং ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া-আব্দুল্লাপুর সমাজকল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ঘাগড়া বাজারের ঈসা সুপার সপ মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের আহ্বায়ক মাষ্টার মো. সেলিম মিয়া এবং পরিচালনা করেন ঘাগড়া রেনেঁসা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মো. জসিম উদ্দিন মিয়াজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মাহবুবুর রহমান মিয়াজী।
বক্তারা বলেন, ‘এই পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি সমাজের নানা অসঙ্গতি দূরীকরণ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং জনকল্যাণমূলক কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দারিদ্র্য বিমোচন এবং দুস্থ পরিবারকে সহায়তার মাধ্যমে মানব কল্যাণে নিবেদিত হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আরিফ মিয়াজী, সাইফুল ইসলাম মিয়াজী, আমিনুল ইসলাম শিশির, আবু মুসা বেপারী, মাওলানা আমিনুল ইসলাম আজহারী, ঘাগড়া কেন্দ্রীয় ঈদগাহ খতিব মাওলানা আনম ইউসুফ, এবং মাওলানা আব্দুল হক।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল ছোবহান, চন্দ্রন চন্দ্র রায়, এমদাদ মিয়াজী, মোশারফ মিয়াজী, মামুন মিয়াজী, এবং ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঠাগারের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
- মো. মাসুদ রানা, কচুয়া
ON/MDK