ফুলবাড়িতে পাবলিক প্রসিকিউটরের সংবর্ধনা ও বিচারব্যবস্থার উন্নয়নে মতবিনিময়
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) শেষ বিকেলে ফুলবাড়ী উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোলাম মুর্তজা বকুল এবং সভাপতিত্ব করেন রাবাইতারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল হক মনি।
সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট আশরাফুল হক, সহকারী সরকারি কৌঁসুলি মোরশেদুল হক খন্দকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল বারেকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা ন্যায্য বিচার নিশ্চিত করতে বিচারব্যবস্থার মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আদালতকে মানুষের শেষ আশ্রয়স্থল করতে হবে। বৈষম্যহীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’
পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, ‘বিগত ১৭ বছরে এদেশে আইনের শাসন বলতে কিছুই ছিল না। ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আইনের শাসনকে কবর দিয়েছিল। বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ন্যায্য বিচার প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে।’
সভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে বিচারব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
– জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MDK