নাগেশ্বরী সরকারি কলেজের প্রবেশ সড়কের বেহাল দশা, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী নাগেশ্বরী সরকারি কলেজের প্রবেশ সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ পথচারীদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। স্থানীয় প্রশাসনের উদাসীনতায় সড়কটি বর্তমানে চলাচল অযোগ্য হয়ে পড়েছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।
কলেজটির প্রবেশপথের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙে গেছে। বর্ষাকালে সড়কটি জলমগ্ন হয়ে কাদামাটিতে পরিণত হয়, যা চলাচলের জন্য বিপদজনক। শুকনো মৌসুমে ধুলাবালিতে সড়কটি ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। সড়কের খানাখন্দের কারণে রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা জানান, প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
এক শিক্ষার্থী বলেন, ‘সময়মতো ক্লাসে পৌঁছানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি ক্লাসে পৌঁছানোর পরও মানসিক স্থিতিশীলতা আনতে সময় লাগে।’ অভিভাবকেরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।
স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সড়কটি মেরামতের আবেদন করা হয়েছে। তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাড়া না পাওয়ায় নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। সড়কটি দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও বিঘ্নিত হতে পারে এবং পুরো নাগেশ্বরী এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে অভিমত প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জনগণের দাবি, অবিলম্বে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক। উন্নত ও নিরাপদ সড়ক নির্মাণ শিক্ষার্থীদের জন্য যেমন জরুরি, তেমনি এটি নাগেশ্বরী এলাকার সামগ্রিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MDK