মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক
মাদারীপুর সদর উপজেলার সৈদারবালি এলাকায় যৌথবাহিনীর অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর তিনটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আখি বেগম নামে এক নারী মাদক বিক্রির সঙ্গে জড়িত। তার বাড়ি তল্লাশি করে তিন বোতল ফেনসিডিল ও এক হাঁড়ি দেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে আটককৃতরা হলেন আখি বেগম (২৭), রাসেল কবিরাজ (২৬) ও মো. রাব্বি বেপারী (১৮)। তাদের সবাই মাদারীপুর সদর উপজেলার সৈদারবালি এলাকার বাসিন্দা।
আটকের পর তাদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
- ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MDK