জাল টাকা দিয়ে আলু কিনতে যাবার সময় আটক ৫
নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) শুভেচ্ছা ব্রিট ফিল্ডের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন তারা।
আটকরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুসল মাদ্রাসা গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মৃত ফাহাম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান (৪৩), ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াটা গ্রামের হানিফ হাওলাদার ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার কেউতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস (৩০)।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল সদর উপজেলার চাঁদপুর এলাকায় রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান ও রফিকুল নামে পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৯২৪টি এক হাজার টাকার ও ৯৫টি ২০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
পুলিশ সুপার আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন তারা। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র : কালের কন্ঠ
on/abr