কচুয়ায় ২ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
চাঁদপুরের কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) উপজেলার ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২,২৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদার এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অন্যান্যরা।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা
- কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়: ৫৬৬ জন
- সাচার উচ্চ বিদ্যালয়: ৬০৮ জন
- পালাখাল উচ্চ বিদ্যালয়: ২৫৭ জন
- গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ: ২৪৫ জন
- ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়: ৩৬৯ জন
- রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয়: ২১৫ জন
পরীক্ষার আয়োজকরা জানান, সবকটি কেন্দ্রে পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার বিষয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।
-মো: মাসুদ রানা, কচুয়া, চাঁদপুর
ON/MDK