গাইবান্ধায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম!
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম হয়।
শনিবার (২৩ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, বাছুরের চার পায়ের পাশাপাশি ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এ অদ্ভুত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বাছুরটি দেখতে।
গাভীটির মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ জানান, গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এঁড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা সঠিক স্থানে ভালো ভাবে থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্তি দুটি পা রয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, ‘এটি জন্মগত ত্রুটি। এটি সচরাচর ঘটে না। তবে ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির কোনো সমস্যা হবে না। কিছুদিন নিয়মিত চিকিৎসা করলে প্রাকৃতিক নিয়মে বাছুরটি বড় হবে।’
সূত্র: সময় টিভি
ON/MRF