রায়পুরায় পিঁয়াজ খেতে তরুনের মরদেহ, কারণ অনুসন্ধানে পুলিশ
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার একটি মাঠে জমিতে কামরুজ্জামান (২২) নামে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। শনিবার বেলা ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত কামরুজ্জামান ওই এলাকার মহর আলীর ছেলে।
মরদেহ উদ্ধারের বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠে পেঁয়াজ খেতে বিদ্যুতের খুঁটির পাশে তারকাঁটার মেশিন ও হাতপ্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বজনরা পরে পরিচয় নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থলে না গিয়ে সরাসরি বেলা সাড়ে ১১টায় নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা ও তদন্ত
স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে বিদ্যুৎ সংযোগের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুর কোনো লক্ষণ পাওয়া যায়নি।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বলেন, ‘সুরতহালে বিদ্যুৎপৃষ্ঠে মারাযাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য নিয়ে কাজ করছি।’
মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ
কামরুজ্জামানের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ এ ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
-হারুনুর রশিদ, রায়পুরা, নরসিংদী।
ON/MDK