ব্যাটারি চালিত রিকশা-ভ্যান সংগ্রাম পরিষদ ৭ দফা দাবিতে সমাবেশ করছে
সাত দফা দাবিতে সমাবেশ করছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাত দফা তুলে ধরে সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা। তাদের সাতটি দাবির মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বিদ্যুত চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করতে হবে। সকল শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে।
সূত্র : যমুনা টিভি
ON / MLY