রংপুরে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১ মাত্রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যা ২৭ সেকেন্ড স্থায়ী ছিল।
বিষয়টি নিশ্চিত করে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুর মহানগর থেকে দূরে সদর উপজেলা এলাকায় এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থল বিবেচনায় এটি রংপুরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ঘটনা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। তবে, ভূমিকম্পের ঘটনায় কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিটে রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে ওই ভূকম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।
সূত্র : ঢাকা পোস্ট
on/abr