জয়পুরহাটে নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে হিলি-জয়পুরহাট সড়কের দরগাপাড়া নামক স্থানে ট্রাকচাপায় আফতাব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে সাইকেল মেকানিক দুলু মিয়া (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব হোসেন দরগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও আহত দুলু মিয়া একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু হোসেন ও রেজাউর রহমান বলেন, ‘আজ বুধবার দুপুর ২টার দিকে আফতাব হোসেন সড়কের পাশে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় জয়পুরহাটের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর ট্রাকটি একটি সাইকেল মেকানিকের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সাইকেল মেকানিক দুলু মিয়া গুরুত্ব আহত হন।’
তিনি আরো বলেন, ‘পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে। দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে পরিবার।’
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র : কালের কন্ঠ
on/abr