রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের
ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তার করুণ মৃত্যু হয়। নিহত মাহফুজ শুক্তাগড় গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। স্থানীয় মোল্লারহাট বাজারে তার একটি হোটেল ব্যবসা ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিচ্ছিলেন মাহফুজ। এ সময় ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন রাজাপুর থানার এসআই আল-হেলাল সিকদার। তিনি জানান, দুর্ঘটনার সময় মাহফুজের শরীর ভেজা ছিল, যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণ হতে পারে।
ওসি মো. ইসমাইল হোসেন আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
– মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MDK