ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত, আপ লাইনে চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন । তিনি বলেন, ‘ঢাকা অভিমুখী ৬০১ নম্বর কন্টেইনার সকাল ১১টা ১৫ মিনিটে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়।’
তিনি আরো বলেন, ‘ট্রেনটি থেকে কয়টি কন্টেইনার পড়ে গেছে সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
সূত্র : কালের কন্ঠ
on/abr