মেহেরপুরে আওয়ামীলীগ নেতার সহযোগী আটক, অস্ত্র-গুলি উদ্ধার
মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর সহযোগী ময়েন উদ্দীনকে (৩৩) অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে একটি পান বরজে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে সেনাবাহিনীর নেতৃত্বে গড়া যৌথবাহিনীর একটি টিম।
আটক ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
এবিষয়ে মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বলেন, আটক ময়েন উদ্দীন কৃষিকাজ করেন। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাম হোসেন মিলু ও তার নেতাকর্মীরা পালিয়ে যান। ময়েন উদ্দীনও পলাতক ছিলেন। বেশ কিছুদিন থেকে পুলিশ ও সেনাবাহিনী তার বাড়িতে নিয়মিত অভিযান চালাচ্ছিল। অবশেষে তিনি যৌথবাহিনীর অভিযানে আটক হলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর জাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম ময়েন উদ্দীনকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পরে ময়েনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে একটি পানবরজের মধ্যে থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ময়েন উদ্দীনকে এদিন মধ্যরাতেই থানায় আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। বুধবার দুপুরে তাকে আদালতে নেওয়া হবে।
সূত্র : সমকাল
on/abr