নরসিংদীতে অবৈধ যানবাহনের দাপট: জনজীবনে তীব্র ভোগান্তি ও যানজট
নরসিংদীতে সরকারের পতনের পর থেকে জনজীবনে তীব্র ভোগান্তির কারণ হয়ে উঠেছে অবৈধ যানবাহনের দাপট। নমনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে শহরের অলিগলি, মূল সড়ক এবং মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও অটোরিকশা।
দেশের পটপরিবর্তনের পর নরসিংদীর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। কয়েকদিন ছাত্র-জনতা নিজেদের উদ্যোগে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে ছাত্র সমন্বয়কদের নির্দেশে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে এসব অননুমোদিত যানবাহন প্রায় বাধাহীনভাবে চলছে।
অদক্ষ চালকদের বেপরোয়া চালনা, উল্টোপথে চলা, যত্রতত্র রিকশা ঘোরানো ও পার্কিংয়ের কারণে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা থেকে একের পর এক দুর্ঘটনাও ঘটছে। এতে জনভোগান্তি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
মহাসড়কেও এসব অবৈধ যানবাহনের দাপট থেমে নেই। পাল্লা দিয়ে ওভারটেক করতেও পিছপা হচ্ছে না এই যানবাহনগুলো। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।
স্থানীয় প্রশাসন এই সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। পুলিশের নমনীয়তায় সড়কে শৃঙ্খলা কার্যত নেই। ফলে যানজট এবং দুর্ঘটনার মাত্রা প্রতিনিয়ত বাড়ছে।
নরসিংদীবাসী এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সড়ক যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।
-মাইনউদ্দিন সরকার, নরসিংদী সদর
ON/RBL