হাঁসের সাথে শত্রুতা! বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে ৬০টি হাঁস
ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের হুজাইফা এগ্রো ফার্মে গত রবিবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। অজ্ঞাত দূর্বৃত্তদের দেয়া বিষ মেশানো ধান খেয়ে মারা গেছে ৬০টি ডিম পাড়া হাঁস। এই ঘটনায় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
একই ফার্মে এক মাস আগেও দূর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছিল। হাঁস মারার ঘটনায় ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
হুজাইফা এগ্রো ফার্মের মালিক নাসরিন আক্তার জানান, তিনি গত পাঁচ মাস আগে একটি বড় শেড তৈরি করে এক হাজার হাঁস পালন শুরু করেন, যার মধ্যে প্রায় সাড়ে পাঁচশত হাঁস ডিম পাড়া শুরু করেছিল। সাথে একটি মাছের ঘেরও ছিল। দুর্বৃত্তরা শেডের বেড়া কেটে ধানের সাথে বিষ মিশিয়ে হাঁসদের খেতে দেয়, যা খেয়ে প্রায় শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৬০টি হাঁস মারা যায়।
নাসরিন আক্তার বলেন, “প্রায় এক মাস আগে আমাদের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। আবার এখন বিষ প্রয়োগ করে ৬০টি হাঁস মারা গিয়েছে। আমি এর বিচার চাই এবং এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি করছি।”
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”