কচুয়া-সাচার সড়কে বায়ুদূষণের তাণ্ডব: ধুলাবালিতে নাকাল জনজীবন
চাঁদপুরের কচুয়া-সাচার সড়কের দোয়াটি এলাকায় রাস্তা সংস্কার কাজের ফলে কালো ধোঁয়া ও ধুলাবালিতে পরিণত হয়েছে বায়ুদূষণের উৎস। শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষ্মা ও ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ছে। এলাকাবাসী ও পথচারীরা এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানান, প্রায় এক মাস ধরে সড়ক ও জ নপথ বিভাগের (সওজ) উদ্যোগে ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কসহ বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী—পাথর ও বালু। খোঁড়াখুঁড়ি চলার ফলে সড়কে ধুলাবালির পরিমাণ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচলের সময় এই ধুলা বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, যানবাহন চলাচলের সময় ধুলার ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে এলাকা। পথচারীদের নাকে কাপড় চেপে হেঁটে চলতে হচ্ছে। হাজারো শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীর প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ধুলার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ইটভাটা মালিক ও ঠিকাদাররা পরিবহনকালে মাটি ও বালুর গাড়িতে ঢাকনা ব্যবহার না করায় রাস্তায় বালু পড়ে ধুলার পরিমাণ আরও বাড়ছে। বৃষ্টির সময় এসব রাস্তা কাদায় মাখামাখি থাকে আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে ভরে যায়। ধুলা বাতাসে মিশে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে রোগ সৃষ্টি করছে।
ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. এম.এ. তাহের নয়ন জানান, বায়ুদূষণের ফলে শ্বাসতন্ত্রের সমস্যা, এলার্জি, হাঁপানি, ফুসফুস ক্যানসারসহ নানা রোগ দ্রুত বাড়ছে। তিনি সবাইকে রাস্তার ধুলাবালি ও ধোঁয়া থেকে বাঁচতে মাস্ক ও টুপি ব্যবহারের পরামর্শ দেন।
সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সাব-ঠিকাদার হেদায়েত উল্লাহ জানিয়েছেন, রাষ্ট্রীয় কাজে সড়ক সংস্কারের কাজ চলছে। ধুলাবালির সমস্যা অস্বীকার না করলেও তিনি প্রতিশ্রুতি দেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কের কাজ শেষ হবে।
এলাকাবাসী ও পথচারীরা দ্রুত এই ধুলাবালির সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রাস্তায় পানি ছিটানো এবং নির্মাণসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব বলে মত তাদের।
-মাসুদ রানা, কচুয়া
ON/MDK