আশুলিয়ায় কারখানায় আগুন ধরিয়ে দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা
সাভারের আশুলিয়ায় অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টসে বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী এলাকার অ্যামাজন কিট ওয়্যার গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উত্তেজিত শ্রমিকরা ওই পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে ডিপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সূত্র : ঢাকা পোস্ট
on/abr