রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ১৫
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গতকাল রোববার রাজধানীর হাজারীবাগের গণকটুলী সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ১৫ দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে গ্রেপ্তারদের হস্তান্তর করা হয়।
সূত্র: সমকাল
ON/ARF