চট্টগ্রামের আকমল আলী ঘাটে সাত ঘণ্টায় নিভল আগুন, পুড়েছে ৩৭ স্থাপনা
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ভয়াবহ আগুনে জেলেদের জালঘরসহ ৩৭টি আধা পাকা স্থাপনা পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইপিজেড থানার আকমল আলী ঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আউটার রিং রোডের আকমল আলী ঘাটে সাগরে মাছ ধরার জাল রাখার কয়েকটি টিনের ঘর রয়েছে। মাছ ধরা শেষে সেখানে জাল রাখেন জেলেরা। ওই ঘরগুলোতে হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোতেও। পাশে কয়েকটি ঘর, তেলের দোকানও ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত ধরেই ওই এলাকায় আগুন জ্বলেছে। সেখানে কয়েকটি তেলের দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটকে বেগ পেতে হয়। এলাকার ব্যবসায়ীরা বলছেন আগুনে জাল ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। আগ্রাবাদ, বন্দর ও কেইপিজেড স্টেশনের সাতটি ইউনিট সকাল সাতটার দিকে আগুন নেভায়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এতে জেলেদের জাল রাখার ২৩টি ঘর পুড়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সূত্র: প্রথম আলো
ON/MRF