চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাহফুজুর রহমান ওরফে রিফাত (২৯)। শনিবার দুপুরে মহাসড়কের সাতকানিয়ার মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানের মাদিয়াপাড়া এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৩–১৪ সেশনের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাহফুজুর রহমান মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে চন্দনাইশের দোহাজারী থেকে সাতকানিয়ার কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের মৌলভির দোকানের দক্ষিণ পাশে ইকবাল কনভেনশন সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মাহফুজুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে দোহাজারী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, মাহফুজুর রহমান একটি টোব্যাকো কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। ওই কোম্পানির কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত যুবকের লাশ শনাক্তের পর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসে পৌঁছালে লাশ হস্তান্তর করা হবে। কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সূত্র : প্রথম আলো
on/abr