রংপুরে ১০ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী সুমাইয়া
রংপুরের পীরগাছায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। গত ৬ নভেম্বর সকালে সে খেলতে যাওয়ার কথা বলে বাড়ির বাইরে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি।
সুমাইয়া উপজেলার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, ৬ নভেম্বর সকাল ১০টার দিকে সুমাইয়া স্কুলড্রেস পরে তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। দুপুরের দিকে তার মা তার খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথীরা জানায়, সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সেদিন তার কোনো বান্ধবীর জন্মদিন ছিল না। এর পর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের ১০ দিন অতিবাহিত হলেও কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটছে সুমাইয়ার পরিবারের সদস্যদের। এ বিষয়ে মাহিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানতে চাইলে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ‘নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। সুমাইয়ার স্কুলে খোঁজখবর নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’
সূত্র : আজকের পত্রিকা
on/abr