নারায়ণগঞ্জ সদর উপজেলার ওভারপাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইমান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ভূইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইমান আলী জামালপুরের ইসলামপুর উপজেলার ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ওভারপাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. কামাল প্রথম আলোকে বলেন,
সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ছাড়া একটি হাতের কবজি ভাঙা ছিল। প্রযুক্তির সহায়তায় পুরিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম গনমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র : প্রথমআলো
ON / MLY