সাজা এড়াতে রাজমিস্ত্রির পেশা, অবশেষে গ্রেপ্তার
প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নোয়াখালীর মো. কিরণ (৩৯)। তারপর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সাজা এড়াতে আত্মগোপনে গিয়ে বেছে নিয়েছেন রাজমিস্ত্রির পেশা। তবে সেই পেশার আড়ালেও করতেন ইয়াবার কারবার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি৷ শনিবার (১৬ নভেম্বর) ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার কিরণ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের । পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি ২০২০ সালে নারায়ণগঞ্জ থানায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
তারপর থেকে তিনি লাকসামে এসে আত্মগোপনে চলে যান। সেখানে রাজমিস্ত্রীর পেশায় যোগ দেন তিনি। সেই পেশায় থেকেও ইয়াবা কারবারি চালিয়ে যান। শনিবার ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করেন বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস, এসআই ফিরোজ, এসআই সুদীপ্ত ও সঙ্গীয় ফোর্স। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাবজ্জীবনের সাজা এড়াতে কিরণ রাজমিস্ত্রির পেশা বেছে নিয়েছিলেন। তিনি এই পেশার আড়ালেও মাদক কারবারি চালাতেন। যাবজ্জীবন সাজা ছাড়াও তিনি পাঁচ বছর ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র : ঢাকাপোস্ট
ON / MLY