খুলনা মহানগরীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
খুলনা মহানগরীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে নগরের লবণচরা থানা এলাকার হরিণটানা গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলের চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের বাসিন্দা মিরাজ মোয়াজ্জেম (২১) ও ইজিবাইকের চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার মোহাম্মদ রাব্বি হাওলাদার (২৮)। আহত দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত সাড়ে সাতটার দিকে ইজিবাইকচালক মোহাম্মাদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। খুলনা-ঢাকা মহাসড়কের মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি রূপসা সেতুর দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন ও ইজিবাইকচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকচালক রাব্বি ও মোটরসাইকেলচালক মিরাজ মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন,
সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
সূত্র : প্রথমআলো
ON / MLY