সুন্দরবনের দুবলার চরের রাস মেলায় রাতের আধারে ২ ট্রলারের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
সুন্দরবনের দুবলার চরের রাস মেলার কাছে রাতের আধারে ২ ট্রলারের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম-জোনের সদস্যরা স্পিড-বোর্ডে করে মোংলা নিয়ে আসে।আহতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের অবিলাস মন্ডলের ছেলে মনি সংকর মন্ডল এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জাহেরা গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলের জয় সরকার। আহতরা জানান, দাড়িয়ে থাকা তাদের ট্রলারে অন্য একটি ট্রলার ধাক্কা দিয়ে পালিয়ে যায় এ সময় তারা তিনজন আহত হন।
এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম-জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার এম শামসুল আরেফিন জানান,
সুন্দরবনের দুবলার চরের রাস মেলায় যশোর থেকে ২৬ জনের পুন্যার্থীর একটি ট্রলার সাথে অন্য একটি টলারের সংঘর্ষ হলে দুইজন গুরুতরসহ ৩ আহত হয়।
বিষয়টি কোস্ট-গার্ডের দুবলার টিম জানার পরে তাদের উদ্ধার করে স্পিড-বোর্ডে করে দুইজনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সূত্র : দৈনিক ইনকিলাব
ON / MLY