ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মনির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মনির টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেটবাড়ি এলাকার মো. আব্দুল বাছেরের ছেলে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনির হোসেন। পরে দিবাগত রাত দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যান। তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এদের পুরুষ ১৮ জন, নারী ৪ জন এবং শিশু একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন, আর ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
সূত্র : ঢাকা পোস্ট
ON / MLY