মুন্সিগঞ্জে ১২টি লাইব্রেরি পেল ৪ হাজারের বেশি বই
মুন্সিগঞ্জে ১২টি লাইব্রেরিকে ৪ হাজার ৩৯৪টি বই উপহার দেওয়া হয়েছে। বিকাশের উদ্যোগে প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এসব বই বিতরণ করা হয়। গতকাল বুধবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এসব বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে সহায়তা করে মুন্সিগঞ্জ বন্ধুসভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক জিতু রায়। বই বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।
বিকাশ এ বছর সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে।
ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থকুঞ্জ সার্বজনীন পাঠাগার, মুন্সিগঞ্জ কালেক্টরেট কিশলয় কিন্ডারগার্টেন স্কুল লাইব্রেরি, রহমান মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্বরাখি জ্ঞানের আলো পাঠাগার, আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি পাঠাগার, খানবাড়ি জালালউদ্দিন স্মৃতি পাঠাগার, প্রবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পাবলিক লাইব্রেরি, টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চবিদ্যালয় লাইব্রেরি, মুন্সিগঞ্জ কলেজ লাইব্রেরি, মরহুম আব্দুল ইউসুফ মামুন স্মৃতি পাঠাগার ও আলাল স্মৃতি পাঠাগারের প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।
সুত্র: প্রথম আলো
ON/RMN