মৌলভীবাজারে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুক্তরাষ্ট্রপ্রবাসী যুবক নিহত

মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাতে সদর উপজেলার কামালপুর নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোহান উপজেলার আখাইলকুরা গ্রামের কমরু মিয়া চৌধুরীর ছেলে।
নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেণু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহান কিছুদিন হয় তাঁর মাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে এসেছে। গতকাল রাতে সে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। কামালপুর নতুন ব্রিজের মধ্যবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র : আজকের পত্রিকা
on/abr