জয়পুরহাটে আখক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে দিলীপ চন্দ্র নামে এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার হাতিল বুলুপাড়া এলাকার একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দিলীপ চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে।
ওসি শাহেদ আল মামুন জানান, গতকাল বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন দিলীপ চন্দ্র। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ বৃহস্পতিবার সকালে খনজনপুর-গতনশহর সড়কের আখক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূত্র: কালের কন্ঠ
ON/MRF