ভোলায় হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার
ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে সিরাজ ব্যাপারী হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮-এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো.শাহরিয়ার রিফাত অভি। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া সদর থানার মালতিনগর এলাকার নাটাইপাড়ার একটি বাড়ি থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হত্যা মামলার প্রধান আসামি মো. বাবুল (৪০), ভানু বেগম (৬০) ও হাসনা বিবি (৩৫)। তারা সবাই ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা চর যমুনা গ্রামের বাসিন্দা।
র্যাব-৮-এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো.শাহরিয়ার রিফাত অভি বলেন,
চলতি বছরের ৪ সেপ্টেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা চর যমুনা এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. সিরাজ ব্যাপারীকে হত্যা করেন বাবুল ও তার সহযোগীরা। পরের দিনই এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৮ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে তাদের বগুড়া সদর থানার মালতিনগর এলাকার নাটাইপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত আরও বলেন, তাদেরকে ভোলায় আনা হচ্ছে। আজই তাদের আদালতে প্রেরণ করা হবে।
সূত্র: ঢাকাপোস্ট
ON/MRF