তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন
সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা রুটে একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর আগামী ১৫ নভেম্বর থেকে আবার চলাচল শুরু করতে যাচ্ছে। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেবার নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে ট্রেন পুনরায় চালুর এ নির্দেশনা দেয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন,
বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১৫ নভেম্বর থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করবে। এ সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত ও সরঞ্জামগুলো আংশিক মেরামত করা হবে।
তিনি আরও বলেন, আগে বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিল না। বাজার স্টেশনে আগুন দেয়ার ঘটনায় ট্রেনের সব টিকিট পুড়ে গেছে। এমতাবস্থায় ১৫ তারিখ থেকে চলাচল শুরু করতে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেসের টিকিট এখন থেকে অনলাইনে পাওয়া যাবে।
সূত্র: সময় টিভি
ON/MRF