কুষ্টিয়ায় পুনর্বাসনকেন্দ্র থেকে তরুণী নিখোঁজ
কুষ্টিয়ায় পুনর্বাসনকেন্দ্র থেকে এক তরুণী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র থেকে ওই তরুণী নিখোঁজ হন।
তবে পুনর্বাসনকেন্দ্রের কর্মকর্তাদের দাবি, ওই তরুণী দেয়াল টপকে পালিয়ে গেছেন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুনর্বাসনকেন্দ্রের মেয়েদের অভিযোগ, এখানে ঠিকমতো খাবার ও প্রশিক্ষণ দেয়া হয় না। এর প্রতিবাদ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতেই ওই তরুণী পালিয়ে যান।
কুষ্টিয়ায় সমাজসেবা অধিদফতর পরিচালিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের ব্যবস্থাপক নাজনীন নাহার জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে একটি বেসরকারি প্রতিষ্ঠান দিনাজপুর থেকে আদালতের মাধ্যমে ওই তরুণীকে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। তরুণীর বাড়ি ফেনীর সোনাগাজীতে বলে কাগজপত্রে উল্লেখ করা হয়। তবে মঙ্গলবার হঠাৎ জানা যায়, মেয়েটি বেলা ১১টার দিকে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে গেছেন। তার আচার-ব্যবহার খুবই ভালো ছিল বলে জানান তিনি।
কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল লতিফ বলেন,
‘এ ঘটনায় কারও কোনো গাফিলতি বা কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধারে আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। আশা করি দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।
সূত্র: সময় টিভি
ON/MRF