দিনাজপুরে গাছের সঙ্গে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের কাহারোলে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী বিপুল চন্দ্র (১৬) ও দ্বীপ চন্দ্র রায় (১৩) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাত ১১ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: দিনাজপুরের কাহারোল উপজেলার সেনগ্রামের বাসিন্দা মুকুন্দ চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র ও বীরগঞ্জ উপজেলার খোঁচনা গ্রামের বাসিন্দা নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে দ্বীপ চন্দ্র রায়। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। মোটরসাইকেলে থাকা দুই আরোহী বিপুল চন্দ্র ও দ্বীপচন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যায়। জানতে পেরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
সূত্র: সময় টিভি
ON/MRF