যশোরে গেঞ্জি দিয়ে শিশুকে শ্বাসরোধে করে হত্যা, নারী আটক
যশোরের ঝিকরগাছায় কানের সোনার দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের হারুনের বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চম্পা খাতুনকে পুলিশ আটক করেছে।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান,
মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার লাশ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। তিনি প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত শিশুর লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর
ON/MRF