দিনাজপুরে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সূর্য রায় (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ৯টায় পৌরশহরের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সুর্য ওই এলাকার মিলন রায়ের ছেলে।
নিহত শিশুর মা সুমিদাস বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে ছেলে সুর্যকে বসিয়ে রেখে বাড়ির অন্যান্য কাজ করছিলাম। এর কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না দেখে খোঁজ করতে থাকি। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, আজ বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশু সুর্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন তার পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সূত্র : কালের কন্ঠ
on/abr