বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ী আটক

বরিশালে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক ব্যবসায়ীর নাম আক্কাস হাওলাদার ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দেড়টায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
মেজর সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।
সূত্র :ঢাকা পোস্ট
on/abr