সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে হাজারী লেনে যুবলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামে ফেসবুকে ইসকনকে (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুমন চৌধুরী। তিনি নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল সোমবার রাতে নগরের লাভ লেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪–এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নগরের লাভ লেন এলাকা থেকে সুমন চৌধুরীকে যৌথ বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলারও আসামি তিনি।
৫ নভেম্বর ওসমান আলী নামের হাজারী লেনের এক ব্যবসায়ীর দেওয়া ইসকনবিরোধী ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করা হয় যৌথ বাহিনীর সদস্যদের ওপর। এতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। এ সময় ৮২ জনকে আটক করে নিয়ে আসে যৌথ বাহিনী। তাঁদের মধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর পরদিন আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হলো। একই দিন ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় পোস্ট শেয়ারকারী ব্যবসায়ী ওসমান আলীকে।
ON/RMN