সিলেটে ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু
সিলেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুহেল আহমদ (৩০) নামের এক রেলওয়ে কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা এক গণমাধ্যামকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।
নিহত সুহেল সিলেট রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মী ছিলেন। পরিবার নিয়ে তিনি রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন,ট্রেনে কাটা পড়ে রেলের ওই কর্মীর মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সূ্ত্র: কালের কন্ঠ
ON/MRF