মাদ্রাসায় সরকারি বই ১৬ টাকা কেজিতে বিক্রি, হাতেনাতে ধরা

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পাঠ্যবই ১৬ টাকা কেজি দরে বিক্রি করার সময় ১৪ মন বই হাতেনাতে জব্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সকালে মাদ্রাসার মাঠে বইভর্তি একটি পিকআপ দেখতে পান স্থানীয়রা। পিকআপে বই লোড দিচ্ছিলেন চালক ও ক্রেতা বাবুল শেখ, যিনি মাদারীপুর থেকে এসেছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী। স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটক করে বইগুলো নামিয়ে রাখেন।
বই ক্রেতা বাবুল শেখ বলেন, ‘মাদ্রাসা সুপার আমাকে ফোন করে এনেছে। ১৬ টাকা কেজি দরে ১৪ মন বই দিয়েছে।’
মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী জানান, ‘ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমে মাদ্রাসার জমির খাজনা পরিশোধে অর্থের প্রয়োজন ছিল। মাদ্রাসার ফান্ড না থাকায় বই বিক্রি করা হয়েছে।’
এ বিষয়ে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদ্রাসার খাজনা বকেয়া ছিল। তাই বই বিক্রির টাকা দিয়ে খাজনা পরিশোধের সিদ্ধান্ত নিই।’
স্থানীয়রা জানান, এর আগেও মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।
ঘটনার পর সাংবাদিকের সঙ্গে আলাপকালে সুপার মাওলানা ইউনুস আলী বলেন, ‘আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। প্লিজ দয়া করে আমার নিউজ পাবলিশ করবেন না।’ তিনি সাংবাদিককে ম্যানেজ করারও চেষ্টা করেন বলে জানা গেছে।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলী বলেন, ‘এ বিষয়ে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
–মোঃ নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA