গাছ ফেলে ডাকাতির চেষ্টা, কাভার্ড ভ্যানের চাপায় ডাকাত নিহত

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কের শিমুলতলী বটতলা এলাকায় ডাকাতির চেষ্টাকালে কাভার্ড ভ্যানের চাপায় মহসিন হোসেন (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহসিন হোসেন কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
কচুয়া থানার সূত্রে জানা যায়, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান কচুয়া বাজারের ব্যবসায়ীদের মালামাল বহন করছিল। শিমুলতলী বটতলা এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আক্রমণের পর চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি উল্টে যায়, এতে এক ডাকাত সদস্য গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই কচুয়া থানার টহল পুলিশের এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যান, গাছ কাটার করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত গাছের গুড়ি জব্দ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ‘সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয় এবং চালককে গুরুতর আহত করে।’ তিনি আরও জানান, নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
– মো. মাসুদ রানা, কচুয়া
ON/MRF