পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হল নিখোঁজ ইউপি সদস্যের মরদেহ

নিখোঁজের দুইদিন পর ঝালকাঠির নলছিটিতে একটি পুকুর থেকে সাবেক নারী ইউপি সদস্য আফরোজা খানমের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আফরোজা খানম ওই গ্রামের মৃত আবদুল ওয়াহেদ খানের মেয়ে। তিনি ২০১১-১৬ মেয়াদে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।
নিহতের ভাতিজা ফয়সাল খান আমান বলেন, ‘আমার ফুফু আফরোজা খানম গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে রোববার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’ তিনি আরও জানান, ‘আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েক মাস আগে আকস্মিকভাবে মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, ‘একটি পুকুরে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার নিখোঁজের বিষয়ে আগেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA