হৃদরোগে আক্রান্ত নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার হাসপাতালে ভর্তি

নোয়াখালী জেলা জামায়াতের আমীর, শিক্ষাবিদ জনাব ইসহাক খন্দকার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, তাঁর ওপেন হার্ট সার্জারি করার কথা রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সার্জারি হওয়ার কথা থাকলেও এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ জানান, ‘জেলা জামায়াতের আমীর মুহতারাম ইসহাক খন্দকার ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন।’ এ সময় তিনি নোয়াখালীবাসীসহ সকলস্তরের সংগঠনের জনশক্তির কাছে জেলা আমীরের আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, জনাব ইসহাক খন্দকারের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নোয়াখালী ও জামায়াত সংশ্লিষ্ট মহলে তাঁর দ্রুত সুস্থতার জন্য উদ্বেগ ও দোয়ার আবহ বিরাজ করছে।
-মোহাম্মদ আকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN