রাখে আল্লাহ মারে কে’—খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে জয়নুল আবেদীনের মন্তব্য

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি প্রতিহিংসাপরায়ণ ছিলেন, তাই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। কিন্তু গ্রামের একটি প্রবাদ আছে— “রাখে আল্লাহ মারে কে”।’ তিনি বলেন, ‘দেখুন, এখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাজকীয় বিমানে বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। আর শেখ হাসিনা পালিয়ে মদির কাছে গেছেন। ১০ মিনিট সময় চেয়েছিলেন ভাত খাওয়ার জন্য, কিন্তু সেই সময়টুকুও পাননি। তার আত্মীয় সেনাপ্রধান তাকে ১০ মিনিটের মধ্যে পালিয়ে যেতে বলেছিলেন।’
শুক্রবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রদীপ হাইস্কুল ও কলেজ মাঠে ‘ভাই-ব্রাদার ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের আন্দোলন একদিনের ফসল নয়। এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। জুলাই অভ্যুত্থানে বাবুগঞ্জের কয়েকজন শহিদ হয়েছেন। আমরা তাদের নিয়ে গর্ব করি।’ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় বসতে চাই না, আমরা চাই দেশের জনগণের ভোটাধিকার। যত দ্রুত সম্ভব জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’
মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিলন, আরিফুর রহমান শিমুল শিকদার, আলমগীর হোসেন স্বপন, এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত প্রমুখ।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ, বরিশাল
ON/RMN