রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচারে জনগণ ক্লান্ত: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেককে জীবদ্দশাতেই তাদের কৃতকর্মের পরিণতি ভোগ করতে হয়। সুপ্রিম কোর্টের একজন বিচারককে আমরা কলাপাতায় ঘুমাতে দেখেছি। তার বিছানার অভাব ছিল না, কিন্তু তার সৎ সাহস, সততা, মানবতাবোধ, স্বচ্ছতা ও সুবিচার প্রদানের অভাব ছিল, যার জন্য তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে।’
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে উল্লেখ করুন) সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অন্যদিকে, সাড়ে ১৫ বছর ধরে একজন নেতা জাতিকে দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন। মাঝে মধ্যে তিনি আমাদের অনেককে বিনা টিকেট ও ভিসায় বিদেশ পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকেটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।’
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
জামায়াতের আমির আরও বলেন, ‘জাতির নেতৃত্বে যারা থাকবেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। দেশের জনগণ এখন ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে ক্লান্ত ও বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।’
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN