সন্ধ্যা নদী থেকে ট্রলারচালক মাহাবুল হাওলাদার অপহরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে মাহাবুল হাওলাদার নামে এক ট্রলারচালককে অপহরণ করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সিকান্দার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাট থেকে ট্রলার চালাতেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ৮ থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক ও তরুণ যাত্রী তার ট্রলারে ওঠেন। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে পারেননি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। ঘটনার পরপরই মাহাবুল হাওলাদারের পরিবার বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN